ভেড়ামারায় কাগজবিহীন ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
২০ ডিসেম্বর ২০২৫ শনিবার সারাদিন ব্যাপি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাগজবিহীন, হেলমেটবিহীন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে প্রতিদিন এসব অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা এবং অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের জানমাল নিরাপদ রাখতে এই অভিযান জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা ও জরিমানা আদায়সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। তারা সকল চালককে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।