আশাশুনি প্রেস ক্লাবে পুলিশ সুপারের পরিদর্শন ও মতবিনিময়
Update Time :
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
/
22 Time View
/
Share
আশাশুনি প্রেস ক্লাবে পুলিশ সুপারের পরিদর্শন ও মতবিনিময়
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার) আশাশুনি প্রেস ক্লাব পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি প্রেস ক্লাবে পৌঁছান।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “আশাশুনির সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করে আসছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরো শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।” তিনি সঠিক তথ্য উপস্থাপনা ও জনস্বার্থে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিআইও-১ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন। প্রেস ক্লাবের সভাপতি জি. এম. আল ফারুক, নবনির্বাচিত সভাপতি এস. কে. হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি. এম. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য তৌহিদুজ্জামান, আরিফুল ইসলাম, মাহবুবুল হাসনাইন টুটুলসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।