সাতক্ষীরার চার আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
সাতক্ষীরা প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রবিবার( ২৮/১২/২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া উপজেলা) আসনে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা) আসনে মোহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা) আসনে মোহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর উপজেলা) আসনে গাজী নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। এ সময় প্রার্থীরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ন্যায়বিচার, ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে রায় দেবে।
জামায়াতে ইসলামীর নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করছেন।