ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত, আহত ৫
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (০২ জানুয়ারি) খুলনার ডুমুরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল (২৫) নামে ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন- ভ্যান চালক সবুজ মন্ডল ও সাহিদ গাজী, যাত্রী ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম। স্থানীয়রা জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্স গাড়িটি সড়কের বিপরীত সাইডে যেয়ে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দেয়। গুরুতর কালিপদ মন্ডলের প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুজ্জামান চান্নু….