ভেড়ামারায় মাদক কারবারির ইটের আঘাতে পুলিশ কনস্টেবল আহত
ভেড়ামারা (কুষ্টিয়া)
মোঃ শিমুল হোসেন
ভেড়ামারায় মাদক কারবারীদের ধরতে গিয়ে তাদের সঙ্গবদ্ধ আক্রমণে মাথা ফেটেছে পুলিশ কনস্টেবল মো: আলী উজ্জামানের। গতকাল (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে এই ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ জাহেদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারীরা হামলা করেছে। এতে কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক রয়েছে। এই ঘটনায় আজ শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।