সাতক্ষীরা-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল, ১ জন স্থগিত
সাতক্ষীরা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, এস এ আসফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ‘হাতপাখা’ প্রতীকের মোঃ ওয়ায়েজ কুরুনীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
এই আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র প্রার্থী এস এ আসফউদ্দৌলা খান, মোঃ শহিদুল আলম ও আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপির রুবেল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ওয়ায়েজ কুরুনী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিল করতে পারবেন।