চট্টগ্রাম-১৬ আসনে ৯ জনের মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৮ জনের বৈধ
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন :
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১জনের মনোনয়নপত্র বাতিল এবং ৮জনের বৈধ ঘোষনা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা ৯জন প্রার্থীর মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল এবং ৮ জনের বৈধ ঘোষণা করেন।
এতে বাতিল প্রার্থী হলেন- গণঅধিকার পরিষদের আরিফুল হক।
জানা গেছে, আয়কর সংক্রান্ত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলীর মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। পরে বিকেল ৪টার পর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)’র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী, নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ, সুন্নী জোটের আবদুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কফিল উদ্দীন চৌধুরী এবং বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনে ১জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিয়া, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বশির আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জামশেদুল আলম, বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার সহ প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং বিভিন্ন মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।