1. admin@satkhira24tv.com : admin :
January 18, 2026, 1:53 pm
শিরোনামঃ
নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী রাস্তা অবরোধ করে প্রতিবাদ। কালীগঞ্জে নলতা আহছানিয়া মিশন এতিমখানায় এতিম নাই, ভুয়া বিল ভাউচারে টাকা আত্মসাতের অভিযোগ কালীগঞ্জে প্রকৌশলী জাকিরের ১ জিডিতে ১০ লাখ টাকা হজম? রাজশাহীতে সংবর্ধনা দেয়া হলো ২২ গুনীজনকে রাজশাহীতে কোচিং সেন্টারে রমরমা বাণিজ্য বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন আশাশুনির শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মরতে হলে দেশের মাটিতে মরব বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচব : মঞ্জু

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
মরতে হলে দেশের মাটিতে মরব বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচব : মঞ্জু”
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনা (০৫ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা বাংলাদেশের জনগণ এতিম হয়ে গেছি উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, তাকে বিদেশে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। মরতে হলে দেশের মাটিতে মরব, বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচব। এদেশের জনগণের কথা চিন্তা করে তিনি কখনো দেশের বাইরে যাননি।
রবিবার (৪ জানুয়ারি) নগরীর মিয়াপাড়া পাইপের মোড়স্থ কায়েমিয়া জামে মসজিদে জোহর এর নামাজ আদায় শেষে বাংলাদেশ জাতীয় দলের কৃতি ফুটবলার ও খুলনা জেলা ফুটবল দলের কোচ মো. দস্তগীর হোসেন নীরার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। আসর বাদ ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে লবণচরা ব্রীজ ময়দানে এইচ এম আসলাম হোসেনের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাজী মালেক জামে মসজিদের পেশ ইমাম আজিজুল ইসলাম আইয়ুবী। মাগরিব বাদ ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের যৌথ আয়োজনে আলিয়া উড ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে শেখ জামিরুল ইসলাম জামিলের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে বাংলাদেশপন্থী রাজনীতির ধারক ও বাহক ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই, তিনি যে আদর্শ রেখে গেছেন, সে বিষয়ে যদি আমরা ঠিক থাকি, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের প্রশ্নে আমরা সবাই এক হয়ে যাব। তিনি নিজে বাংলাদেশপন্থী রাজনীতি ও ঐক্যের কথা বলে গেছেন। সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আধিপত্যবাদী শক্তির যত ষড়যন্ত্রই থাকুক না কেন আমরা পথ হারাব না। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেন বেগম জিয়াকে জান্নাত নসিব করুন।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, সাদিকুর রহমান সবুজ, ইকরামুল হক হেলাল, শেখ আকিরুল ইসলাম, আমির হোসেন বাচ্চু, শেখ জাহিদুল ইসলাম খোকন, শরিফুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, রিয়াজুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক, নূরুল ইসলাম লিটন, মাসুদ খান বাদল, তরিকুল আলম তুষার, আবু দাউদ খান সহ প্রমুখ।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT