দুই ঘণ্টার ব্যবধানে একই গ্রামে দু’জনের মৃত্যু, একসঙ্গে জানাজা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে এক পুরুষ ও এক নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে তাঁদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বালিয়াপুর গ্রামের বাসিন্দা রজব আলী গাজী (৬৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি মৃত তরফ আলী গাজীর ছেলে।
একই গ্রামের আরেক বাসিন্দা রিজিয়া বেগম (৬০), স্বামী ইজ্জত আলী গাজী, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনিও মৃত্যুবরণ করেন।
দুই ঘণ্টার ব্যবধানে একই গ্রামের দুইজনের মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে এলাকাবাসী। শনিবার যোহর নামাজ শেষে বালিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে মরহুম রজব আলী গাজী ও মরহুমা রিজিয়া বেগমের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ সাকিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম গাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজায় বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।