আমি নির্বাচিত হলে সর্বপ্রথম নির্যাতিত মানুষের বিচার করব,কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নির্বাচনী উঠান বৈঠকে কাজী আলাউদ্দিন
ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ইউনিয়নের দেয়া ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে এ উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু অশোক কুমার ঘোষ। যৌথ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাফিজুর রহমান শিমুল এবং ঘোষপাড়া সার্বজনীন মন্দিরের কোষাধ্যক্ষ কিংশো ঘোষ।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এবং ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। তিনি বলেন
আমি নির্বাচিত হলে সর্বপ্রথম ৫ আগস্টের পর যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ন্যায়বিচার করা হবে। চাঁদাবাজি করে বিএনপির নাম ভাঙিয়ে যারা টাকা-পয়সা নিয়েছে, তাদের কাছ থেকে সব টাকা উদ্ধার করা হবে। হিন্দু সম্প্রদায়সহ সকল নির্যাতিত মানুষের গোপন বক্সে দেওয়া অভিযোগগুলো বিচার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে নন্দিত খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে পড়তে-বয়সি যুবকেরা মাদকের সঙ্গে যুক্ত না হয়।
কাজী আলাউদ্দিন স্মরণ করে বলেন, ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ডা. আ ফ,এম. রুহুল হককে ৪২ হাজার ভোটে পরাজিত করে কালিগঞ্জ দেবহাটার ১৭টি ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলাম। এলাকাবাসী জানে, আমি সবসময় বানভাসি ও অসহায় মানুষের বন্ধু। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন টেকসই বেরিবাঁধ নির্মাণ,প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা,কালিগঞ্জ–আশাশুনিকে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করা হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করুন। জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি আরও বলেন, ওদের চক্রান্তে পড়বেন না। তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। সারা দেশে ভোট করলে মাত্র তিনটি আসন পায়-এরা দেশের জন্য কি করবে? ইসলামের দোহাই দিয়ে প্রতারণা করে ভোট চায়। নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে তিনি বলেন,আমি এমপি থাকাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করিনি। পুনরায় নির্বাচিত হলে কোনো নিয়োগ বাণিজ্য থাকবে না এবং শিক্ষিত বেকারদের বিনা টাকায় চাকরির ব্যবস্থা করা হবে। তিনি আরও দাবি করেন, বিগত দিনে বিভিন্ন এমপি দুর্নীতির দায়ে জেল খেটেছেন ও অর্থদণ্ড দিয়েছেন; কিন্তু আপনাদের এমপি কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার কোনো অভিযোগের এক ফোঁটা দাগও নেই। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম (বাবু), আহ্বায়ক, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি, রেদোয়াদ ফেরদৌস রনি, সাবেক আহ্বায়ক, ছাত্রদল; মদন কুমার ঘোষ, ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির; ইয়াছিন আলী, আহ্বায়ক কুশুলিয়া ইউনিয়ন যুবদল,রনজিত সরকার, আবু সাইদ, সাধারণ সম্পাদক, ওয়ার্ড বিএনপি;সাব্বির আলী প্রমুখ উঠান বৈঠকে কালিগঞ্জ-আশাশুনির বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শত শত নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মাবলম্বীদের সম্পৃক্ত করে আসন্ন সাতক্ষীরা–০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করা।