কালিগঞ্জে ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে বিএনপির বিশাল সমাবেশ
তৌহিদুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে আলহাজ্ব অধ্যাপক ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ই নভেম্বর বিকেলে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা যোগ দেন। উপস্থিত জনস্রোতে পুরো উদ্যানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “সাতক্ষীরা-৩ আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ডা. শহিদুল আলম। দলীয় ও স্থানীয়ভাবে সর্বাধিক গ্রহণযোগ্য প্রার্থী তিনি। তাই দলের উচ্চপর্যায়ের কাছে দাবি—এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হোক।”
বক্তব্য রাখতে গিয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান বলেন,
“কালিগঞ্জ-আশাশুনির মানুষ যোগ্য, শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে ডা. শহিদুল আলমকে দেখতে চায়। তৃণমূলে যাকে সবাই চায়, তাকে মনোনয়ন দিলে নির্বাচনে ব্যাপক সাড়া পড়বে।”
তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দলীয় কোন্দল তৈরির চেষ্টায় কিছু ব্যক্তি মাঠে সক্রিয় হলেও তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধভাবে ডা. শহিদুল আলমের পক্ষেই রয়েছে।
সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, গত কয়েকটি নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপির প্রার্থী পরাজিত হওয়ার অন্যতম কারণ ছিল তৃণমূলের মতামতকে উপেক্ষা করা। এবার যেন আর সেই ভুল না হয় বলে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনমুখী প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সমাবেশ শেষে ডা. শহিদুল আলমের পক্ষে মনোনয়ন দাবির স্লোগানে পুরো উদ্যানে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।