আশাশুনিতে দরবার শরীফ জিয়ারত ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন প্রার্থী রবিউল বাশার
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি দরবার শরীফে কবর জিয়ারত করেছেন।
বুধবার সকালে তিনি দরবার শরীফে মুরিদান ও আখেরাতের মুমিনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। পরবর্তীতে তিনি গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল (এম.এ) মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ, মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা আমার অঙ্গীকার। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ এলাকার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন।