আলিপুর হাটখোলায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় উপচে পড়া জনসমাগম দেখা গেছে। বুধবার ১৯শে নভেম্বর বিকেলে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি তার বক্তব্যে নৈতিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন, শান্তি-শৃঙ্খলা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আপনাদের আস্থা নিয়ে এলাকায় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”
এসময় তিনি আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।