আশাশুনিতে গেজেটভুক্ত জুলাই যোদ্ধার ঘরে অগ্নিসংযোগ: ৭ জনকে আসামি করে এজাহার
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় রাজনৈতিক শত্রুতার জেরে এক গেজেটভুক্ত জুলাই যোদ্ধার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুর রহমান (৩০) বৃহস্পতিবার আশাশুনি থানায় ৭জনকে নামীয় আসামি এবং আরও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়, বাদী আব্দুর রহমান ও তার ভাই আব্দুল আজিজ সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হন। ঘটনার পর তারা পৃথকভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।
বাদীর দাবি, মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর গত ১৭ নভেম্বর স্থানীয় বাটরা–গোদাড়া বাজার এলাকায় মিষ্টি বিতরণ ও মিছিল হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জের ধরে ২০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে পরিকল্পিতভাবে তার টালিশেড ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আব্দুর রহমান অভিযোগ করেন, আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তিনি বাইরে বের হয়ে আসামিদের বাড়ির আঙিনা ও পেছনে অবস্থান করতে দেখতে পান। তার দাবি, আগুনে অন্তত ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার চিৎকারে পরিবার ও স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।