সাতক্ষীরা-৩: বড়দলে বিএনপির নির্বাচনী সমাবেশে কাজী আলাউদ্দিন কে সাথে নিয়ে ঐক্যের বার্তা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ধানের শীষ প্রতীকধারী সংসদ সদস্য প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
তিনি বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে জনগণের পাশে থেকে কাজ করবে বিএনপি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
স.ম হেদায়েতুল ইসলাম, সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি
রুহুল কুদ্দুস, চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
মশিউল হুদা তুহিন, সাবেক সদস্য সচিব, আশাশুনি উপজেলা বিএনপি
শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
তুহিনউল্লাহ তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
মোঃ শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
মোঃ রবিউল আওয়াল (ছোট), সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক, আশাশুনি উপজেলা বিএনপি
সমাবেশের সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু।
সঞ্চালনায় ছিলেন বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল।
নেতারা সমাবেশে আগামী নির্বাচনে সংগঠনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় সমস্যাবলি ও উন্নয়নচিত্রও তুলে ধরেন। সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।