1. admin@satkhira24tv.com : admin :
January 18, 2026, 3:43 pm
শিরোনামঃ
ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার. কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব রহিম-করিম গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় নারীসহ ৪ জন আশঙ্কাজনক নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী রাস্তা অবরোধ করে প্রতিবাদ। কালীগঞ্জে নলতা আহছানিয়া মিশন এতিমখানায় এতিম নাই, ভুয়া বিল ভাউচারে টাকা আত্মসাতের অভিযোগ কালীগঞ্জে প্রকৌশলী জাকিরের ১ জিডিতে ১০ লাখ টাকা হজম? রাজশাহীতে সংবর্ধনা দেয়া হলো ২২ গুনীজনকে রাজশাহীতে কোচিং সেন্টারে রমরমা বাণিজ্য বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার।

এমইউজে খুলনার প্রথম সাধারণ সভা পেশাগত মর্যাদা ও অধিকার আদায় করে দেবো, ঐক্যবদ্ধ থাকুন

শেখ মাহতাব হোসেন
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,

এমইউজে খুলনার প্রথম সাধারণ সভা
পেশাগত মর্যাদা ও অধিকার আদায় করে
দেবো, ঐক্যবদ্ধ থাকুন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (০৬ ডিসেম্বর) মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সভা অনুষ্ঠিত হযেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী দেশে খুলনায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, কর্মসংস্থান সৃষ্টি এবং রুটি রুজির আন্দোলনে নেতৃত্ব দেবে এমইউজে খুলনা। অতীতে ইউনিয়নকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে আগামীতে সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনীর উদ্দিন আহমেদ, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি এম এ হাসান, সাইফুল ইসলাম বাবলু, সামশুল আলম খোকন, মো. জাকিরুল ইসলাম, হুমায়ুন কবীর প্রমুখ।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, পেশাগত সংকট, গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা সংক্রান্ত নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ পরিষদের সভায় সদস্যরা সংগঠনের সার্বিক পরিস্থিতি ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। নতুন সদস্য পদ প্রদান, নতুন কমিটির অভিষেক, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের শাহাদাৎবার্ষিকী পালন, ইফতার মাহফিল, পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ কর্মশালা, সংবাদপত্রের কালোদিবস ১৬ জুন পালন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসসহ সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া সভায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ঘোষিত ৩৯ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া ইউনিয়নের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT