আশাশুনিতে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত বীর জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অভিনন্দন
স্টাফ রিপোর্টার, আশাশুনি:
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামিম আহমেদ খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত বীর জুলাই যোদ্ধা আব্দুর রহমান ও আব্দুল আজিজ।
আশাশুনি থানায় সাক্ষাৎ করে তারা নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা আশাশুনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যুব সমাজের সুরক্ষা এবং সামাজিক বৈষম্য নিরসন বিষয়ে ওসির সঙ্গে মতবিনিময় করেন।
নবাগত ওসি মোহাম্মদ শামিম আহমেদ খান অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশাশুনির মানুষের নিরাপত্তার জন্য আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”
সাক্ষাৎকালে অঞ্চলজুড়ে শান্তি–শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সমাজকল্যাণমূলক উদ্যোগে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পক্ষদ্বয়।