কালিগঞ্জ–আশাশুনির ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের অঙ্গীকার
নির্বাচনী উঠান বৈঠকে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের ঘোষণা
ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়নের চিংড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে এ বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিংড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি সমরেশ মন্ডলের সভাপতিত্বে এবং সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন।
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ নির্মাণ
বক্তব্যে তিনি ঘোষণা দেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে একটি করে নন্দিত খেলার মাঠ নির্মাণ করা হবে, যাতে তরুণেরা মাদক থেকে দূরে থাকতে পারে।”
স্বাস্থ্যসেবায় বড় ঘোষণা: ৫০ শয্যা হবে ১০০ শয্যা
জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে বড় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
“কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসা পেতে পারে।”
রাজনৈতিক অতীত স্মরণ ও উন্নয়নের প্রতিশ্রুতি
২০০১ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন,
“আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। সেই সময় কালিগঞ্জ–দেবহাটার মানুষের সেবা করেছি। পুনরায় সুযোগ পেলে টেকসই বেরিবাঁধ নির্মাণ, প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা এবং কালিগঞ্জ–আশাশুনি অঞ্চলকে চাঁদাবাজ–দখলবাজমুক্ত করার ব্যবস্থা করবো।”
জামায়াত–শিবির প্রসঙ্গে সতর্কতা
বক্তব্যে তিনি আরও বলেন,
“ধর্মান্ধ জামায়াত–শিবিরের চক্রান্তে বিভ্রান্ত হবেন না। তারা মিথ্যা বলে মানুষকে ভুল পথে নিতে চায়।”
দুর্নীতি প্রসঙ্গে অবস্থান পরিষ্কার
তিনি দাবি করেন,
“আমি এমপি থাকা অবস্থায় কোনো দুর্নীতি বা অর্থপাচারের অভিযোগ নেই। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করিনি। পুনরায় নির্বাচিত হলে বিনা টাকায় শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে।”
এছাড়া তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে—যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা।
অতিথিদের বক্তব্য ও অংশগ্রহণ
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম। বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতারা।
উঠান বৈঠকে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষসহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।