ভেড়ামারায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমনে ৭ দফা নির্দেশনা দিলেন অতিরিক্ত পুলিশ সুপার
শিমুল হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলার অপরাধ দমনে ৭ দফা নির্দেশনা প্রদান করেছেন।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) ভেড়ামারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি বলেন, চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত দুর্বৃত্ত ও তাদের সহযোগী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে অপরাধীদের একটি হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, রাত ১২টার পর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, রাতের সময় অপরাধ দমনে পুলিশের অতিরিক্ত টহল টিম মোতায়েন করা হবে।
এছাড়া ভেড়ামারা পৌর প্রশাসকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো পৌর এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে পৌরবাসী, বাড়ির মালিক, ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উপজেলায় পূর্বে ও সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের হটস্পটগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে যেসব এলাকা ও রাস্তায় অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি বেশি, সেখানে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ভেড়ামারা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বিক তৎপরতা আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।