মহান বিজয় দিবসে সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম-কে বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে তাঁর হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অবদানকে সম্মান জানানো নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।