সু-রি আ- ঘা-তে শরবত বি-ক্রে-তা নি-হ-ত
শিমুল হোসেন কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধি
পাবনার দারুল আমান ট্রাস্ট মাঠে চলমান ইসলামী জলসায় বুধবার সকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জলসা প্রাঙ্গণে শরবত খাওয়াকে কেন্দ্র করে শরবত বিক্রেতা সুজনের সঙ্গে সোহান নামের এক যুবকের কথা কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে সোহান শরবত বিক্রেতা সুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান।
ঘটনার পর উপস্থিত জনতা অভিযুক্ত সোহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক সোহানের বাড়ি মহেন্দ্রপুর এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।