কুষ্টিয়ায় অস্বাভাবিক মৃত্যুর মিছিল থামছেই না: কলেজ পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২২ ডিসেম্বর ২০২৫
কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি : শিমুল হোসেন
কুষ্টিয়া জেলায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। সড়ক, মাঠ, নদী–পুকুর—কোথাও যেন মিলছে মরদেহ, থামছেই না মৃত্যুর মিছিল। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কলেজ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম শাহিন হোসেন (৬০)। তিনি কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আমজাদ হোসেনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে জেলায় একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জননিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কার জন্ম দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।