চিকিৎসাধীন অবস্থায় মনোনয়ন জমা: পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব
পাবনা প্রতিনিধিঃ
পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বর্তমানে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তাঁর পক্ষে পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার পাবনা-২ আসনের সুজানগর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারুণ্যের সমাবেশ শেষে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
এদিকে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।