ডুমুরিয়ায় জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে মিয়া গোলাম পরওয়ার
ভোট একটি আমানত—খেয়ানতকারীর হাতে দিলে দায় ভোটারেরও
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানত সৎ ও যোগ্য ব্যক্তির হাতেই অর্পণ করতে হবে। খেয়ানতকারীর হাতে ভোট দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি, সহযোগী সদস্য ও ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোট মানেই শক্তি। একজন রিকশাচালকের ভোটের মূল্য যেমন, রাষ্ট্রপতির ভোটের মূল্যও তেমনি সমান। এই শক্তি যদি অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তারাই রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালাবে। তিনি বলেন, আমার দেওয়া ভোটের মাধ্যমে কেউ যদি চুরি, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে জড়ায়, তাহলে সেই গুনাহের অংশীদার ভোটারও হয়।
সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের আইনসভা। ৩০০ সংসদ সদস্যের প্রণীত আইন দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়। যদি সংসদে সংখ্যাগরিষ্ঠ সৎ, আল্লাহভীরু ও নামাজি মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি জানান, এবার জামায়াতে ইসলামীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামসহ মোট ১২টি ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল একযোগে নির্বাচনে অংশ নিচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কেউই দুর্নীতি ও জুলুমমুক্ত শাসনের দাবি করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে তিনি সংখ্যালঘু সম্প্রদায় প্রসঙ্গে বলেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি ও নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে—এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার জন্য কল্যাণ বয়ে আনবে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, হিন্দুদের ভয় দেখানো হচ্ছে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে—এটি সম্পূর্ণ অপপ্রচার। ইসলামের শাসনে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।
দিনব্যাপী সমাবেশের মধ্যে সকালে মাগুরখালী, উলা ও মইখালী এবং বিকেলে বান্দা এলাকায় পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, হিন্দু কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর কল্যাণ কামনা করে বলেন, যারা ৫৪ বছরে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তাদের হাতে আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না।