আশাশুনি গোদাড়ায় চেয়ারম্যান কাপ ফুটবলের ফাইনালে রোমাঞ্চকর জয়, চ্যাম্পিয়ন খুলনা রেহান সোহান একাদশ
তৌহিদুজ্জামান আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অনুষ্ঠিত চার দলীয় চেয়ারম্যান কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে খুলনা রেহান সোহান ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের ঐতিহ্যবাহী গোদাড়া ফুটবল মাঠে গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে খুলনা রেহান সোহান ফুটবল একাদশ ২–১ গোলে হাজীপুর ইয়াংস্টার ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় খুলনা রেহান সোহান একাদশ। ম্যাচের প্রথম অর্ধের ১৯ মিনিটে দলের ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ আসিক দৃষ্টিনন্দন গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয় অর্ধেও তিনি নিজের দক্ষতা প্রমাণ করে আরও একটি গোল করেন, যা দলের জয়ের ভিত্তি গড়ে দেয়।
অপরদিকে হাজীপুর ইয়াংস্টার ফুটবল একাদশ দ্বিতীয় অর্ধে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরা–৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। টুর্নামেন্টের ট্রফি স্পন্সর হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের সদস্য মো. আ. হান্নান পাড় এবং ৭নং ওয়ার্ডের সদস্য মো. আজগর আলী গাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিক।
আয়োজক গোদাড়া যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।