কেশবপুরে জা”ল টাকা তৈরির ইঞ্জিনিয়ার আ*টক,
যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালী বাজারে একটি দোকানে জা”ল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে আবু হানিফ (২৫)কে আ*টক করেছে র্যাব-৬। সোমবার (২২ ডিসেম্বর) বিকালের দিকে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে ওই দোকানে অ”ভিযান চালায়। আট*কের সময় তার কাছ থেকে ৮১ হাজার ৮ শত টাকা মূল্যের জাল নোট উ*দ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং সিলপ্যাডের কালি সহ বিভিন্ন সরঞ্জাম জ*ব্দ করা হয়।
র্যাব-৬ জানান জানায়, জাল টাকা, প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অ’পরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কেশবপুর থানায মামলা হয়েছে মামলা নং ১০/২০২৫।