বাটরা দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় হাফেজ নিয়োগ: দায়িত্বশীল ও নৈতিক চরিত্রসম্পন্ন প্রার্থী খুঁজছে প্রতিষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় হিফজ বিভাগে একজন যোগ্য, দায়িত্বশীল ও নৈতিক চরিত্রসম্পন্ন হাফেজ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। কোরআন শিক্ষার প্রসার ও শুদ্ধ হিফজ শিক্ষার মান রক্ষায় প্রতিষ্ঠানটি যোগ্য ও নিষ্ঠাবান শিক্ষক সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে।
পদের নাম
হাফেজ (হিফজ বিভাগ)
প্রার্থীর যোগ্যতা
শুদ্ধ তাজবীদসহ পবিত্র কোরআন সম্পূর্ণ হিফজ করা আবশ্যক
সুন্নতি আদর্শে জীবনযাপনকারী ও উত্তম নৈতিক গুণাবলির অধিকারী হতে হবে
শিক্ষার্থীকে ভালোবাসেন এবং শেখানোর প্রতি আন্তরিক আগ্রহ থাকতে হবে
পূর্বে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
সুবিধাসমূহ
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি থাকা–খাওয়ার ব্যবস্থা
আকর্ষণীয় বেতন আলোচনাসাপেক্ষে নির্ধারিত হবে (১০,০০০–১৫,০০০ টাকা)
যোগাযোগ
সভাপতি: ০১৭৯৫-৪৮৭৭৫৪
পরিচালক: ০১৭৪৭-১৯০১৩৩
তৌহিদুজ্জামান (হোয়াটসঅ্যাপ): ০১৯২০৭০৬০৮০, ০১৭২৭০৯৬১৫৫
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরআন শরিফের খেদমতে নিবেদিতপ্রাণ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ, দায়িত্বশীল একজন হাফেজকেই তারা শিক্ষক হিসেবে অগ্রাধিকার দেবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।