শ্যামনগর–কালীগঞ্জ–দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের অমর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা কমান্ডের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে বলেন, স্বাধীন বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মদান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিলনমেলায় শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং মুক্তাঞ্চল ঘোষণার দিনগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনাসহ স্বাধীনতার চেতনা নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ মিলনমেলার আয়োজনকে ঐতিহাসিক দিনটির স্মরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন।