স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুজব নাকচ করলেন আব্দুল আলীম: বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে প্রত্যাখ্যান করেছেন।
এক প্রতিবাদ ও স্পষ্টীকরণমূলক বিবৃতিতে তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী—এ বিষয়টি অত্যন্ত স্পষ্ট। বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের আগে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নেই।”
সম্প্রতি কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন—এমন তথ্য প্রকাশিত হলে তা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বলে উল্লেখ করেন তিনি।
আব্দুল আলীম চেয়ারম্যান আরও বলেন, “মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলীয় শৃঙ্খলা, রাজনৈতিক বাস্তবতা ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে।”
তিনি অভিযোগ করে বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রাজনৈতিকভাবে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। একই সঙ্গে তিনি এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে আব্দুল আলীম চেয়ারম্যান বলেন, “বিএনপি, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আমি সবসময় দল ও জনগণের পাশেই ছিলাম এবং থাকব।”
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান।