মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দায়িত্ব পালন করে আসলেও তাদের প্রাপ্য গ্রেড ও মর্যাদা দেওয়া হয়নি। দ্রুততম সময়ে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। কর্মসূচিতে সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে টেকনোলজিস্টদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।