1. admin@satkhira24tv.com : admin :
January 17, 2026, 9:07 pm
শিরোনামঃ
বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন আশাশুনির শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দৈনিক যশোর বার্তার বার্ষিক মিলনমেলায় সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা আপন বাংলা’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবের তীব্র নিন্দা দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাফিল। কালিগঞ্জ উপজেলা বিএনপির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টার ফজলুল হক
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। ভোর ৫টা ৩০ মিনিটে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোহাম্মদ রাজিব এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হাসান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক কমিটি, প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে সরকারি কবরস্থানে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত, শিক্ষার্থীদের সমাবেশ, শারীরিক কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা ২০ মিনিটে বিজয় মেলার উদ্বোধন করা হয়, যেখানে চারুকলা ও স্থানীয় শিল্পপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।বিকাল ৩টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা ১০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ে গঠিত সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT