ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বীরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ও মতবিনিময় সভা
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং নির্বাচনকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সচেতনতামূলক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে এই যৌথ মহড়া শুরু হয়। থানা থেকে পুলিশের গাড়িবহর সাইরেন বাজিয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।
যৌথ মহড়ায় নেতৃত্ব দেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তাঁদের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল, মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের যৌথ মহড়া ও কার্যক্রমকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।