হাসপাতাল কতটা নিরাপদ? আনসার সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
তাহমিনা খান তন্নি চট্টগ্রাম প্রতিনিধি:
যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন এক দম্পতি। কিন্তু সেই আশ্রয়স্থলই পরিণত হয় তাঁদের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতায়। হাসপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্য স্বামীকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য প্রথমে স্বামীকে ভয় দেখিয়ে আলাদা করেন এবং পরে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালান।
ঘটনার পরপরই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন—টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫)। তাঁরা দু’জনই দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যেখানে রোগী ও সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারি ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতেই যদি মানুষ নিরাপদ না থাকে, তবে সাধারণ জনগণ কোথায় আশ্রয় খুঁজবে?