সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারদের একটুও ছাড় নয়,নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান
কালিগঞ্জের নলতায় ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার
ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক ভোটার ভোটকেন্দ্রে গিয়েও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এই বেদনা থেকেই ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের মতামত ও উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক।জেলা প্রশাসক বলেন, পরিবর্তনের চাবি জনগণের হাতে। এ নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, এটি শত বছরের ভবিষ্যতের ভোট। ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারদের একটুকুও ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটাররা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব, কালিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম খান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহসহ শিক্ষকবৃন্দ, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা।