‘আপন বাংলা’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবের তীব্র নিন্দা
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম কর্তৃক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল **‘আপন বাংলা’**র বিরুদ্ধে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আশাশুনি প্রেসক্লাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন–এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম কর্তৃক ‘আপন বাংলা’ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ষড়যন্ত্রমূলক অভিযোগ দাখিল এবং বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যমূলক ও মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় আশাশুনি প্রেসক্লাবসহ সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমকে ভয়ভীতি প্রদর্শনের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আপন বাংলা’ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে প্রশাসনের কাছে ভিত্তিহীন অভিযোগ দায়ের করতে পারে না। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্বের পরিপন্থী।
আশাশুনি প্রেসক্লাবের পক্ষ থেকে অবিলম্বে এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানানো হয় এবং ভবিষ্যতে গণমাধ্যমের বিরুদ্ধে এমন অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর থেকে সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী কাজী আলাউদ্দিন একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন—এমন সংবাদ ‘আপন বাংলা’ নিউজ পোর্টালে প্রকাশিত হলে কালিগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা শেখ এবাদুল ইসলাম।