দেবহাটায় বিএনপি নেতা মোখলেসুর রহমানের জানাজায় দলীয় নেতাকর্মীদের ভীড়
দেবহাটা প্রতিনিধি সাতক্ষীরাঃ দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোখলেসুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ (১৯ নভেম্বর)। জানাজায় সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় এলাকার অসংখ্য মানুষও প্রিয় এই রাজনৈতিক নেতার প্রতি শেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি নেতৃবৃন্দ জানাজা শেষে বলেন, মোখলেসুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেবহাটায় বিএনপি পরিবার এক কর্মঠ নেতাকে হারালো।