আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের নৈকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নৈকাটি গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, জুম্মার নামাজে যাওয়ার পথে পাশের মৎস্য ঘেরে পানি সেচের কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর দেখতে যান মেহেদী। এ সময় মোটরটিতে পূর্ব থেকেই বিদ্যুৎ প্রবাহিত থাকায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
শনিবার মেহেদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
হাস্যোজ্জ্বল ও সাদালাপী স্বভাবের এই তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মেহেদী ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী—তার মৃত্যুতে প্রত্যেকে ব্যথিত ও মর্মাহত।