1. admin@satkhira24tv.com : admin :
January 18, 2026, 9:37 am
শিরোনামঃ
বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন আশাশুনির শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দৈনিক যশোর বার্তার বার্ষিক মিলনমেলায় সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা আপন বাংলা’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে আশাশুনি প্রেসক্লাবের তীব্র নিন্দা দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা দুমকি উপজেলায়, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাফিল। কালিগঞ্জ উপজেলা বিএনপির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের

জলবায়ু ঝুঁকিতে মা–শিশু সুরক্ষা: আশাশুনিতে রিচ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনায় ডিসেমিনেশন সভা

রিপোর্টার তৌহিদুজ্জামান
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,

জলবায়ু ঝুঁকিতে মা–শিশু সুরক্ষা: আশাশুনিতে রিচ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনায় ডিসেমিনেশন সভা

তৌহিদুজ্জামান আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের সুরক্ষায় বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণে আশাশুনিতে রিচ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বক্তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে গর্ভবতী নারী, শিশু ও কিশোরীদের সুরক্ষা বিষয়ক (রিচ)” প্রকল্পের কার্যক্রম ডিসেমিনেশন ও লার্নিং-শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, শিক্ষণফল এবং ২০২৬ সালের পরিকল্পিত কর্মসূচি উপস্থাপন করা হয়। সুইস দূতাবাস ও সুইস সংস্থা এনফাঁন্টস ডু মন্ডে (ইডিএম)-এর সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে প্রকল্পটি আশাশুনি উপজেলার আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। তিনি বলেন,
“উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে মা ও শিশু স্বাস্থ্যের ওপর। রিচ প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে এই ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর রওশন আরা জামান। তিনি বলেন,
“স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্র সংস্কার এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে রিচ প্রকল্প স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।”
সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু। তিনি বলেন,
“স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পরিচালিত এই প্রকল্পের কার্যক্রম দীর্ঘমেয়াদে আশাশুনির স্বাস্থ্যখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
ডিসেমিনেশন ও লার্নিং-শেয়ারিং বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিচ প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুকুল হক মাসুক। উদ্বোধনী বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ইডিএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুল। ইএসডিও’র পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার শামসুল হক মৃধা।
সভায় জানানো হয়, রিচ প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে—ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যকেন্দ্র ও ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার সংস্কার, নিরাপদ পানির উৎস উন্নয়ন, জরুরি স্বাস্থ্যসেবায় ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা লজিস্টিকস সহায়তা নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্প টিম এবং উপকারভোগী মা ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
একজন উপকারভোগী মা বলেন,
“এই প্রকল্পের সেবা পেয়ে আমাদের জীবন বদলে গেছে। এখন জরুরি স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা সহজেই পাচ্ছি।”
উল্লেখ্য, অংশগ্রহণমূলক কমিউনিটি মূল্যায়নের মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে রিচ প্রকল্প উপকূলীয় অঞ্চলের মা, শিশু ও কিশোরীদের জন্য জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT