1. admin@satkhira24tv.com : admin :
January 18, 2026, 2:02 pm
শিরোনামঃ
কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব রহিম-করিম গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় নারীসহ ৪ জন আশঙ্কাজনক নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী রাস্তা অবরোধ করে প্রতিবাদ। কালীগঞ্জে নলতা আহছানিয়া মিশন এতিমখানায় এতিম নাই, ভুয়া বিল ভাউচারে টাকা আত্মসাতের অভিযোগ কালীগঞ্জে প্রকৌশলী জাকিরের ১ জিডিতে ১০ লাখ টাকা হজম? রাজশাহীতে সংবর্ধনা দেয়া হলো ২২ গুনীজনকে রাজশাহীতে কোচিং সেন্টারে রমরমা বাণিজ্য বীরগঞ্জে গলা কে*টে হ*ত্যা মামলায় বড় অগ্রগতি, র‍্যাবের অভিযানে খুলনা থেকে আসামি গ্রেফতার। দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন

গণমাধ্যমের কণ্ঠরোধ করে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,

গণমাধ্যমের কণ্ঠরোধ করে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়
— এমইউজে খুলনার কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ

খুলনা প্রতিনিধি ॥
গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই আইনের শাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এটি শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নয়, জনগণের জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতারা। তারা বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলেও গণমাধ্যমের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পরও যদি সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা অব্যাহত থাকে, তাহলে জনগণ আস্থা রাখবে কোথায়—সে প্রশ্নও তোলেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, সুস্থ রাজনীতির অন্তরায় এমন হামলা পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার অংশ। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীরের ওপর হামলাকে একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডার অংশ হিসেবে উল্লেখ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।
ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের আবেদনের প্রেক্ষিতে ৩০ জন সাংবাদিককে সদস্য পদ প্রদান করা হয়।
নতুন সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল মামুন রুবেল (সময় টিভি), মোহাম্মদ মিলন (খুলনা গেজেট), শেখ শামসুদ্দিন দোহা (দৈনিক নয়া দিগন্ত), বশির হোসেন (দৈনিক কালবেলা), আরাফাত হোসেন অনিক (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), রবিউল গাজী উজ্জ্বল (দৈনিক সময়ের খবর), এস এম ইয়াসিন আরাফাত রুমি (দীপ্ত টেলিভিশন), এম এ আজিম (দৈনিক প্রবাহ), এস এম আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), হাবিবুল্লাহ শেখ সাকিল (চ্যানেল আই), আয়শা আক্তার জ্যোতি (খুলনা গেজেট), বেল্লাল হোসেন সজল (চ্যানেল ২৪), কামাল হোসেন (বাংলাদেশ বেতার), মো. রাসেল ইসলাম গাজী (দৈনিক আমার একুশ), শেখ ফেরদৌস রহমান (দৈনিক প্রবাহ), নুরুল আমিন নুর (বাংলাদেশ বেতার), মাসুম বিল্লাহ ইমরান (নিউ নেশন), তানভীর ইসলাম প্রান্ত (এস এ টিভি), ওবায়দুর রহমান পলাশ (স্টার নিউজ), রামিম চৌধুরী (এখন টিভি), সৈয়দ হুমায়ুন কবির রানা (দৈনিক খুলনাঞ্চল), মো. রাজু আহমেদ (দৈনিক গ্রামের কাগজ), মো. এম এ সাদী (দৈনিক সময়ের খবর), মো. কায়কোবাদ মোল্লা বুলবুল (দৈনিক প্রবাহ), মো. আবুল হাসান চৌধুরী (দৈনিক পূর্বাঞ্চল), মো. মোজাহিদুর রহমান (দৈনিক খুলনাঞ্চল), মো. আব্দুল হালিম (সময় টিভি), উম্মে উমামা (ভয়েজ অব টাইগার), রমজান হোসেন জুয়েল (একুশে টেলিভিশন) ও মো. শাহ আলম (দৈনিক অনির্বাণ)।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT