এক সপ্তাহের মধ্যে চুরি যাওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করল আশাশুনি থানা পুলিশ
Reporter Name
Update Time :
রবিবার, জানুয়ারি ৪, ২০২৬,
এক সপ্তাহের মধ্যে চুরি যাওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার করল আশাশুনি থানা পুলিশ
তৌহিদুজ্জামান আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) সকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আঃ রহিমের নেতৃত্বে মূর্তিটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামে অবস্থিত শিবকালী রাধা মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়। এ ঘটনায় ওই দিনই থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০, পেনাল কোড)।
পুলিশ জানায়, বুধহাটা গ্রামের নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গণে সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে মূর্তিটি উদ্ধার করা হয়। তারা পুলিশকে জানায়, মূর্তিটি তাদের মন্দিরসংলগ্ন একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধারকৃত মূর্তিটি আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।