নিরাপত্তাহীনতায় ভারত সফর করবে না টাইগাররা: বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি!
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশের অনড় অবস্থানের কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। নিরাপত্তা ইস্যুতে টিম বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
কেন এই ভেন্যু পরিবর্তন?
গত শনিবার ও রবিবারের রুদ্ধদ্বার বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের জানমালের ঝুঁকি নিয়ে তারা ভারত সফর করবে না। বিসিবির এই কঠোর বার্তার পরই নড়েচড়ে বসে আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার ব্যাপারে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে।
মোস্তাফিজ ইস্যু ও নিরাপত্তার প্রশ্ন
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের এই জোরালো আলোচনার নেপথ্যে রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। বিসিবি মনে করছে, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো দলের ২৫-৩০ জন সদস্য এবং সাথে যাওয়া সংবাদকর্মী ও সমর্থকদের নিরাপত্তা বড় প্রশ্নের মুখে।
সম্ভাব্য নতুন সূচি ও সমীকরণ
আগের সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। এরপর ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে ম্যাচগুলোও ছিল ভারতবেষ্টিত। এখন বাংলাদেশের ৪টি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হলে:
শ্রীলঙ্কার গ্রুপ (বি-গ্রুপ)-এর কিছু ম্যাচ ভারতে সরিয়ে ব্যালেন্স করা হতে পারে।
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার কলম্বো বা পাল্লেকেলে হতে পারে নতুন হোম গ্রাউন্ড।
সাবেক অধিনায়কের সমর্থন
বিসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, “বোর্ড এবং সরকার মিলে যে সিদ্ধান্ত নিয়েছে তা চমৎকার। ভারতের মতো জায়গায় যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে সংশয় থাকে, তবে পুরো দল সেখানে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না।”
বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই জাতীয় দলকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হবে না। এখন আইসিসি আনুষ্ঠানিকভাবে নতুন সূচি ঘোষণা করলেই কাটবে সব অনিশ্চয়তা।