শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সোমবার রাজপথে নামছে জনতা
আসিফ বিল্লাহ কালিগঞ্জ প্রতিনিধিঃ
শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আগামী সোমবার রাজপথে নামছে জনতা। জাফরপুর শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শান্তি সংঘের নেতৃবৃন্দ জানান, এই বর্বর ও নৃশংস হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এখনো পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষার লড়াই।
শান্তি সংঘ আরও জানায়, শহীদ শরীফ ওসমান হাদীর রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদকে উত্তাল ও সফল করার জন্য সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।
আয়োজনে: জাফরপুর শান্তি সংঘ