দৈনিক সংগ্রামের ৫১ বছর পূর্তিতে আমীরে জামায়াতের শুভেচ্ছা ও অভিনন্দন
ঢাকা:
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার ৫১ বছর পূর্তিতে পত্রিকাটির কর্তৃপক্ষ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরে জামায়াত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দৈনিক সংগ্রাম দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। দেশ ও জাতির ক্রান্তিকালে পত্রিকাটি আপসহীন ভূমিকা রেখে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।
তিনি আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার, মানবাধিকার ও নৈতিক সমাজ গঠনে দৈনিক সংগ্রামের অবদান অনস্বীকার্য। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মধ্যেও আদর্শচ্যুত না হয়ে দেশপ্রেমিক ও কল্যাণমুখী সাংবাদিকতার যে দৃষ্টান্ত সংগ্রাম স্থাপন করেছে, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আমীরে জামায়াত আশা প্রকাশ করেন, দৈনিক সংগ্রাম ভবিষ্যতেও দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং গণতন্ত্র, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দৈনিক সংগ্রামের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।