বিজয় দিবসের কুচকাওয়াজে তৃতীয় স্থান অর্জন
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গৌরবোজ্জ্বল সাফল্য
শিমুল হোসেন
কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজে শৃঙ্খলা, নেতৃত্ব, ঐক্য ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। গত ১৬ ডিসেম্বর আয়োজিত এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির রোভার স্কাউট গ্রুপ গৌরবজনকভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।
এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘদিনের নিরলস অনুশীলন, কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও দলগত ঐক্যের সমন্বয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রতিটি রোভার ও গার্ল-ইন-রোভার স্কাউট শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে স্কাউটিংয়ের আদর্শকে সফলভাবে তুলে ধরেন।
রোভার স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ জানান, এই অর্জন শুধু একটি পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি স্কাউটদের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। তারা আরও বলেন, “Once a Scout, Always a Scout”—এই চেতনা ধারণ করেই রোভার স্কাউটরা ভবিষ্যতেও দেশ ও মানুষের সেবায় কাজ করে যাবে।
এই সাফল্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক, সিনিয়র রোভার মেট, রোভার মেটসহ সকল রোভার স্কাউট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, এই অর্জন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে এবং দেশসেবায় আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।