বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
আশাশুনির একমাত্র ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরিক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহাসীন আলী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি ব্যুরো ইয়াছিন আরাফাত, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, সিরাজুল ইসলাম, যশোর বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তী, গাবা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ, সহকারী শিক্ষিকা পাপিয়া সরকার, আনারুল ইসলাম, কেজি স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক শেখ আক্তারুজ্জামান প্রমূখ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ গ্ৰহনকারী ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩ ক্যাটাগরিতে প্লে- নার্সারি গ্ৰুপ থেকে মেহরিমা তাবাসসুম ৪৫০ নাম্বারের মধ্যে ৪৫০ নাম্বার, ১ম-২য় শ্রেনী গ্ৰুপ থেকে ৪৫০ নাম্বারের মধ্যে ৪৪৯ নাম্বার পেয়ে এবং ৩য়-৫ম শ্রেনীর গ্ৰুপ থেকে ৬০০ নাম্বারের মধ্যে ৫৯৫.৬ নাম্বার অর্জন করে মাহফুজ আহমেদ প্রত্যেক গ্ৰুপে ১ম স্থান অধিকার করে।
শেষে এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।