সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে সাতক্ষীরার ৪ টি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন, সাতক্ষীরা-২ আসনে ৮ জন, সাতক্ষীরা- ৩ আসনে ৮ জন, এবং সাতক্ষীরা-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনী তফশীল অনুযায়ী ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের ছিল শেষ দিন। সাতক্ষীরা- ১ (তালা- কলারোয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়েতে ইসলামের মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয় তাবাদী দল( বিএনপি’র) মোঃ হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রেজাউল করিম এবং স্বতন্ত্র এস, এম মুজিবুর রহমান। সাতক্ষীরা-২ ( সাতক্ষীরা সদর দেবহাটা )আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মুহাদ্দিস আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)র আব্দুর রউফ ,জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান ,আমার বাংলাদেশ পার্টি (এবি জিএম ) সালাউদ্দিন ,বাংলাদেশ সমাজতন্ত্রী দল (জাসদ )এর ইদ্রিস আলী, জাতীয় পার্টির শেখ মতলবুর হোসেন লিওন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি রবিউল ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল ডি পি )শফিকুল ইসলাম সাহেদ ,সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ -আসাশুনি )আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মোঃ রবিউল বাসার ,জাতীয় পার্টির আলীপ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী( বিএনপি) এর আলহাজ্ব কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র ডাঃ মোঃ শহিদুল আলম, স্বতন্ত্র ডক্টর আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি( বি এম জে পি) রুবেল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ওয়েজকুরুনী। সাতক্ষীরা-৪ ( শ্যামনগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কাজী নজরুল ইসলাম, জাতীয় পার্টি মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ জাতীয়তা বাদী দল( বিএনপি) ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় পার্টি (হাওলাদার) হোসেন মোহাম্মদ মায়াজ, গণধিকার পরিষদের( জি ও পি )এইচ এম গোলাম রেজা ,ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র মোঃ আব্দুল ওয়াহেদ।