আশাশুনির শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সেলিম হোসেন আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক কুরআন তেলাওয়াত ও ইসলামিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও মাওলানা ওবায়দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা সভাপতি মোহাম্মদ হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দাতা সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ সানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আশাশুনি উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহানুর রহমান শিমুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৮নং ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুকিত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক গাইন, মোকছেদ মাস্টার, মোহাম্মদ কবির, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা দেছের আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৯৯ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন মারিয়া কামরান। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, কুরআন শিক্ষার মাধ্যমে নৈতিক ও আদর্শ মানুষ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।