সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশারের মোটরসাইকেল শোডাউন, পথসভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত
Update Time :
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
/
5 Time View
/
Share
সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশারের মোটরসাইকেল শোডাউন, পথসভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নির্বাচনী শোডাউন, পথসভা ও সমাবেশে অংশ নিয়েছেন।
সকাল ১০টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে খাজরা, আনুলিয়া হয়ে প্রতাপনগরে গিয়ে শেষ হয়। শোডাউন চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। রাস্তার দুই পাশে নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ হাত নেড়ে প্রার্থীকে অভ্যর্থনা জানান।
শোডাউন শেষে তিনি আনুলিয়া ও প্রতাপনগরে দুটি জানাজায় অংশ নেন। বেলা ২টায় প্রতাপনগর পি এম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকাল ৩টায় প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন—উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, জেলা কর্ম পরিষদ সদস্য ও নমিনীর সহধর্মিণী জয়নাব তাহেরা, উপজেলা মহিলা দায়িত্বশীলা শরীফা মনির, খায়রুন্নেসা ও প্রভাষক দীপ্র কুমার মণ্ডল।
বিকাল ৪টায় তালতলা বাজারে এবং সন্ধ্যা ৬টায় নাকনা–দশহালিয়া খেয়াঘাট চত্বরে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী রবিউল বাশার।
এ সময় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী তার সফরসঙ্গী ছিলেন।