আশাশুনিতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন বিজয় কুমার জোয়ার্দার
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিজয় কুমার জোয়ার্দার। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দেন।
বিজয় কুমার জোয়ার্দার ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। আশাশুনিতে যোগদানের আগে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত এই কর্মকর্তা মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আশাশুনি উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের হয়রানি কমাতে কার্যকর ভূমিকা পালন করেন এই দপ্তরের কর্মকর্তারা।